আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি দিয়ে ২৯ বছর পর কোনো বৈশ্বিক ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করছে পাকিস্তান। দেশটিতে প্রায় তিন দশক ক্রিকেটের বড় আসর না হওয়ার মূল কারণ বড় দলগুলোর নিরাপত্তা–শঙ্কা।
রাজনৈতিক বৈরিতার পাশাপাশি নিরাপত্তাহীনতাকে সামনে এনে ভারত পাকিস্তানে না গেলেও অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকার মতো দলগুলো ঠিকই সেখানে খেলতে গেছে। কিন্তু আজ চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী দিনে পাকিস্তানে যে নাশকতার ঘটনা ঘটল, তা ক্রিকেট বিশ্বকে দেশটির নিরাপত্তাব্যবস্থা নিয়ে আবারও নেতিবাচক বার্তা দিতে বাধ্য।
করাচিতে স্থানীয় সময় দুপুরে চ্যাম্পিয়নস ট্রফির নবম আসরের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। বিকেলেই বার্তা সংস্থা এএফপি খবর দিল, দেশটির বাজাউর জেলায় বন্দুকধারীদের গুলিতে এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন।
বাজাউর পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের মালাকান্দ বিভাগে অবস্থিত। আফগানিস্তানের সঙ্গে এই জেলার ৫২ কিলোমিটার সীমান্ত আছে। এএফপি জানিয়েছে, বুধবার আফগান সীমান্তের কাছে একটি প্রত্যন্ত অঞ্চলে পুলিশ সদস্যরা একটি পোলিও টিকাদান দলকে পাহারা দিচ্ছিলেন। এ সময় বন্দুকধারীরা এক পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা করে।