বৃহস্পতিবার , ২০ ফেব্রুয়ারি ২০২৫ | ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আরো
  7. এক্সক্লুসিভ নিউজ
  8. কলাম
  9. কৃষি
  10. খুলনা বিভাগ
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম বিভাগ
  14. জাতীয়
  15. ঢাকা বিভাগ

মৌসুমি-শওকত দম্পতির কারণে অতিষ্ট গ্রামবাসীর মানববন্ধন

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
ফেব্রুয়ারি ২০, ২০২৫ ৮:১০ পূর্বাহ্ণ

মুন্সীগঞ্জে মিথ্যা মামলা, প্রতারণা ও হয়রানি অভিযোগ এনে মৌসুমি ও তার স্বামী শওকত দম্পতির বিরুদ্ধে মানববন্ধন করা হয়েছে। বুধবার বেলা ১১ টার মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধনে অংশ নেন উত্তর ইসলামপুরের দুই শতাধিক গ্রামবাসী। মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর গ্রামবাসির ব্যানারে এ মানববন্ধন হয়।
মানববন্ধনে গ্রামবাসীরা অভিযোগ করে বলেন, মৌসুমীর স্বামী শওকত বেপারীরা দুই ভাই, পাঁচ বোনকে তার পিতা মোচন বেপারী জীবিত থাকা অবস্থায় ভাগ করে দিয়ে গেছে। এভাবে ভাই-বোনেরা বসবাস করছে। শওকতের ভাগের সাড়ে ৮ শতাংশ আব্দুল কাশেম, রুমা বেগম ও মুক্তি বেগম নামে স্থানীয় তিনজনের কাছে (তিন ভাগে) বিক্রি করে দিয়েছে। এই বিক্রির কথা গোপন রেখে শওকতের স্ত্রী মৌসুমী বেগম আরো একাধিক লোকের থেকে এই জায়গা দেখিয়ে টাকা নিয়েছে।
এই নিয়ে উত্তর ইসলামপুরে একাধিকবার বিচার সালিশ হয়েছে। সদর থানায় ও মুন্সীগঞ্জ পৌরসভা একাধিক সালিশ বৈঠক হয়েছে। সব সালিস বৈঠক তার বিপক্ষে গিয়েছে। দখলকৃত বাড়ি ছেড়ে দেওয়ার জন্য বলা হয়েছে। মৌসুমী শওকত দম্পতি উল্টো স্থানীয় সালীশ বৈঠকের যারা অংশগ্রহণ করেছে তাদের সবার নামে মিথ্যা মামলা করেছে শওকত মৌসুমী দম্পতি।
মানববন্ধনে অংশগ্রহণকারী স্থানীয় নারী নেত্রী সুমা আক্তার বলেন, মামলাবাজ মৌসুমির অত্যাচারে আমরা গ্রামবাসি সবাই অতিষ্ঠ। আওয়ামী সরকারের শাসনামলে মৌসুমির অত্যাচারের পরিমান ছিল খুবই ভয়াবহ। মিথ্যা মামলা দিয়ে সাধারণ মানুষকে করতো হয়রানি।
তারা আরো বলেন, বৈষম্য বিরধী ছাত্র আন্দোলনের হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে এই দম্পতির বিরুদ্ধে। উত্তর ইসলামপুর ৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাক মো. মহিউদ্দিন বলেন, আন্দোলনে দীর্ঘ ১৬ বছর উত্তর ইসলামপুর এলাকার মৌসুমী ও শওকত দম্পতি আওয়ামী সরকারের নেতাকর্মী ও প্রশাসনকে ব্যবহার করেছে। মৌসুমির বাবা একজন সাবেক পুলিশ কর্মকর্তা ছিলেন। তার এক খালাতো ভাই পুলিশে থাকার সুবাদে তাদের ব্যবহার করে এখনো এলাকার মধ্যে ত্রাসের রাজত্ব চালিয়ে যাচ্ছে। কিছু হলেই মানুষকে মিথ্যা মামলার ভয় দেখায়। জমি সংক্রান্ত বিষয় নিয়ে তাদের বিরুদ্ধে রয়েছে নানা প্রতারণা। রয়েছে একই জমি বার বার বিক্রির অভিযোগ।
৭ নং ওয়ার্ড কাউন্সিলর শফিকুল হাসান তুষার বলেন, আমার নামে ১২ থেকে ১৫ টি অভিযোগ ও দুটি মামলা করেছে। এখন আমি তাদের ভয় পাই। তার অত্যাচার থেকে রেহাই পায়নি একই এলাকার গ্রামপঞ্চায়েতরাও। পঞ্চায়েতের তিনজন সদস্যের বিরুদ্ধে মৌসুমে দম্পতি আদালতে মামলা দিয়েছিল। ঘন্টাব্যাপী এলাকাবাসীর এই মানববন্ধনে তাদের বিরুদ্ধে ওঠে অভিযোগের পাহাড়। মানববন্ধন শেষে মুঠোফোনে মৌসুমি ও তার স্বামীর ফোনে কল করা হলেও কোন উত্তর পাওয়া যায় নি। সদর থানার ওসি সাইফুল ইসলাম জানান, অনুসন্ধান করে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।

মুন্সীগঞ্জে মিথ্যা মামলা, প্রতারণা ও হয়রানি অভিযোগ এনে মৌসুমি ও তার স্বামী শওকত দম্পতির বিরুদ্ধে মানববন্ধন হয়। -সভ্যতার আলো

মুন্সীগঞ্জে মিথ্যা মামলা, প্রতারণা ও হয়রানি অভিযোগ এনে মৌসুমি ও তার স্বামী শওকত দম্পতির বিরুদ্ধে মানববন্ধন হয়। -সভ্যতার আলো

সর্বশেষ - মুন্সীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত