বৃহস্পতিবার , ২০ ফেব্রুয়ারি ২০২৫ | ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আরো
  7. এক্সক্লুসিভ নিউজ
  8. কলাম
  9. কৃষি
  10. খুলনা বিভাগ
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম বিভাগ
  14. জাতীয়
  15. ঢাকা বিভাগ

মোহাম্মদপুরে যৌথবাহিনীর অভিযানে নিহত ২

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
ফেব্রুয়ারি ২০, ২০২৫ ১০:২৭ পূর্বাহ্ণ

ঢাকার মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় গভীর রাতে যৌথবাহিনীর অভিযানের মধ্যে দুইজন নিহত হয়েছেন।

মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) হাফিজ উদ্দিন বলছেন, চাঁদ উদ্যানের পাঁচ নম্বর রোডের এক বাড়ির চিলেকোঠায় ১০-১৫ জন ‘সন্ত্রাসী’ থাকার খবর পেয়ে বুধবার রাত ১টার দিকে সেখানে অভিযানে যায় যৌথবাহিনী। সেখানে দুই পক্ষের মধ্যে ‘গোলাগুলি’ হয়।

নিহতরা হলেন জুম্মন ও মিরাজ। তারা চাঁদ উদ্যান এলাকার চিহ্নিত সন্ত্রাসী বলে পুলিশের ভাষ্য।

অভিযানে তিনজনকে গ্রেপ্তার করা হলেও ‘বেশ কয়েকজন পালিয়ে গেছে’ বলে জানিয়েছেন ডিএমপির মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা।

তিনি বলেন, “কবজিকাটা আনোয়ারকে গ্রেপ্তারের পর থেকে অপর একটি গ্রুপ মোহাম্মদপুরে মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। চাঁদ উদ্যান এলাকায় সন্ত্রাসীদের অবস্থানের খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর টিম সেখানে যৌথ অভিযানে যায়।

“সেখানে যৌথ বাহিনীর সদস্যরা পৌঁছালে তাদের লক্ষ্য করে একটি বাড়ির ছাদ থেকে ইট পাটকেল ছোড়াসহ ও গুলি করা হয়। আত্মরক্ষার্থে যৌথ বাহিনীর সদস্যরা পাল্টা গুলি ছুড়লে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।”

এ সময় ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও একটি চাপাতি উদ্ধারের তথ্য দিয়ে জুয়েল রানা বলেন, “মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

যৌথ বাহিনীর অভিযানের বিষয়ে জানতে চাইলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) বলেছে, ওই ঘটনা নিয়ে তারা সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিস্তারিত জানাবে।

সর্বশেষ - মুন্সীগঞ্জ