সিরাজদিখানে র্যাব ১০ এর ক্রীড়া সামগ্রী বিতরণ
আনিছুর রহমান রুবেল
মুন্সীগঞ্জের সিরাজদিখানে র্যাপিড একশন ব্যাটেলিয়ান ১০ এর পক্ষ থেকে কুসুমপুর জাগরণী সংসদ ক্লাবে ক্রীড়া সামগ্রী হস্তান্তর করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার সময় উপজেলার কুসুমপুর জাগরণী সংসদ মাঠে এই ক্রীড়া সামগ্রী হস্তান্তর করা হয়।
কুসুমপুর জাগরণী সংসদের সাধারণ সম্পাদক কবির হোসেন এর কাছে ক্রিকেট ব্যাট, ফুটবল, ভলিবল, স্টাম্প ব্যাডমিন্টন সহ বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী হস্তান্তর করেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ১০ এর এডিশনাল ডিআইজি মোঃ কামরুজ্জামান পিপিএম।
এসময় উপস্থিত ছিলেন,সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ,খন্দকার হাফিজুর রহমান, কোম্পানি কমান্ডার সিপিসি- শ্রীনগর মোঃ আনোয়ার হোসেন, জাগরণী সংসদের সহ সভাপতি, নুরুজ্জামান ভূঁইয়া পাপুল,সাবেক সাধারণ সম্পাদক রায়হানুল কবির ভুঁইয়া মহিলা বিষয়ক সম্পাদক সিরায়া বেগম,যুগ্ম সাধারণ সম্পাদক, মোঃ মিলনসহ ক্লাবের অন্যান্য সদস্য বৃন্দ।
ক্রীড়া সামগ্রি বিতরণ কালে মোঃ কামরুজ্জামান পিপিএম বলেন,যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে হলে খেলাধুলার গুরুত্ব অপরিসীম তাই আমরা র্যার ১০ এর পক্ষ থেকে কুসুমপুর জাগরণী সংসদের জন্য এই ছোট্ট উপহার এনেছি,ইনশাআল্লাহ ভবিষ্যতেও যদি কোন প্রয়োজন হয় আমাকে স্মরণ করবেন ইনশাল্লাহ আমি আমার সর্বোচ্চটা দিয়ে পাশে থাকবো,
তিনি আরো বলেন এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আপনারা আমাদেরকে সহায়তা করবেন ইনশাল্লাহ আমরা যেকোনো ধরনের বিশৃঙ্খলা প্রতিরোধ করার জন্য সর্বদা আপনাদের পাশে আছি।