স্টাফ রিপোর্টার: মুন্সীগঞ্জে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস(২০২৫) উপলক্ষে মুন্সীগঞ্জ জেলার কেন্দ্রীয় শহীদ মিনারে রাত ১২ টা ১ মিনিটে জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করেন । পরে পর্যায়ক্রমে পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার,সরকারি হরগঙ্গা কলেজ মুন্সীগঞ্জের অধ্যক্ষ নাজমুন নাহার,সিভিল সার্জন মঞ্জুরুল আলম, মুন্সীগঞ্জ কলেজ, মুন্সীগঞ্জ মহিলা কলেজ, এছাড়াও মুন্সীগঞ্জ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, মুন্সীগঞ্জ জেলা আনসার, মুন্সীগঞ্জ জেলা ফায়ার সার্ভিস, মুন্সীগঞ্জ প্রেসক্লাব, মুন্সীগঞ্জ জেলার সরকারি, বেসরকারি বিভিন্ন অফিসের কর্মকর্তাগণ ও মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন সংগঠন ভাষা শহিদদের সম্মানে পুষ্পস্তবক অর্পণ করেন।উক্ত পুষ্পস্তপক অর্পণ অনুষ্ঠানে বিভিন্ন সরকারি, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসহ অন্যান্য প্রতিষ্ঠানের আনুমানিক ৪ থেকে ৫ হাজার জন লোক উপস্থিত ছিলেন। পরে দিনব্যাপী জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।