শনিবার , ২২ ফেব্রুয়ারি ২০২৫ | ১৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আরো
  7. এক্সক্লুসিভ নিউজ
  8. কলাম
  9. কৃষি
  10. খুলনা বিভাগ
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম বিভাগ
  14. জাতীয়
  15. ঢাকা বিভাগ

কৃত্রিম বুদ্ধিমত্তার কাছে কি হেরে যাবে মানুষ? মনজুর শামসের সায়েন্স ফিকশন বু রো মা সে গল্পই বলছে

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
ফেব্রুয়ারি ২২, ২০২৫ ১২:০২ পূর্বাহ্ণ

বিজ্ঞান ও প্রযুক্তির সিঁড়ি বেয়ে সভ্যতার শিখরে উঠতে উঠতে মানুষের কাজের পরিমাণও অনেক বেড়ে যেতে থাকল। এক সময় তাদের মনে হলো, প্রযুক্তির সহায়তা যেহেতু হাতের নাগালে, তাই এবার একটু হালকা হয়ে নেয়া যাক! এরই ধারাবাহিকতায় এক সময় কারখানার কিছু কাজ করার জন্য তারা রোবোট আবিষ্কার করল। গাড়ির কারখানায় ছোটখাটো যন্ত্রাংশ জুড়ে দেয়ার কাজে রোবোটের সফল প্রয়োগ এ ব্যাপারে তাকে আরো উৎসাহিত করল। রোবোটের উন্নতি করতে করতে এক সময় তারা রোবোটগুলোকে মানুষের অবয়ব দিতে দিতে অবিকল মানুষের মতোই করে তুলল এগুলোকে। এরপর জ্ঞান-বিজ্ঞানের ক্রম-উন্নতির এক পর্যায়ে মানুষ আবিষ্কার করে ফেলল কৃত্রিম বুদ্ধিমত্তা। এই কৃত্রিম বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে নিজেদের ঘাড় থেকে কাজের ভার কমিয়ে তারা অনেকটাই হালকা হতে পারল। প্রয়োজনের তাগিদে তারা রোবোটেও জুড়ে নিল কৃত্রিম বুদ্ধিমত্তা। তৈরি করে ফেলল বুরোমা, অর্থাৎ বুদ্ধিমান রোবোট মানুষ। এমনকি জটিল অপারেশনেও এই বুরোমাদের কাজে লাগাচ্ছিল মানুষ। কিন্তু সে কি কখনো কল্পনাও করতে পেরেছিল এটি তাদের জন্য বরে শাপ হতে চলেছে? স্বাধীনভাবে কাজ এবং চিন্তা করার ক্ষমতা পেয়ে এই বুরোমারা এক সময় বেঁকে বসল। তাদের খুব খায়েশ হলো এই পৃথিবীর পুরো নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নেবে তারা। উল্টো মানুষকেই তারা তাদের দাসে পরিণত করবে। সে অনুযায়ী খুব গোপনে তারা সংগঠিত হতে শুরু করল। কিন্তু মানুষকে তা ঘুণাক্ষরেও টের পেতে দিল না। তারা তাদের এই বাসনা পূরণের একেবারে দ্বারপ্রান্তে চলে আসার পর অবশেষে বিশে^র সেরা বৈজ্ঞানিক ঘটনাক্রমে ব্যাপারটা জেনে ফেললেন। কাউকে কিছু না জানিয়ে তখনই পালিয়ে গিয়ে এক গহিন বনে আশ্রয় নিলেন তিনি। এই বুরোমাদের হাত থেকে বিশ^কে রক্ষার চেষ্টা করতে থাকলেন। বুরোমারা এক সময় বুঝতে পারল, শত চেষ্টা করেও মানুষের সঙ্গে তারা এঁটে উঠতে পারবে না। তাই ভিনগ্রহের বুদ্ধিমান প্রাণীদের সঙ্গে যোগাযোগ করে এই পৃথিবীর ভার তাদের হাতে তুলে দিতে চাইল তারা। পালিয়ে যাওয়া এই বিজ্ঞানী কি পারবেন মানুষের বিশ^কে রক্ষা করতে? জানতে হলে পড়তে হবে মনজুর শামসের সায়েন্স ফিকশন  বু রো মা

 

বু রো মা প্রকাশ করেছে সময় প্রকাশন, বইমেলায় পাওয়া যাচ্ছে ২১ নম্বর প্যভেলিয়নে। কমিশন বাদে মূল্য ১৮০ টাকা।

সর্বশেষ - মুন্সীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত