স্টাফ রিপোর্টার
মুন্সীগঞ্জের ড্যাব সোমবার সিভিল সার্জন ডা. মঞ্জুরুল আলমের সাথে তাঁর সভাকক্ষে জেলার স্বাস্থ্য ব্যবস্থা সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা করেছে । এতে নেতৃত্ব দেন
মুন্সীগঞ্জ ড্যাবের সভাপতি ডা একেএম মফিজুল ইসলাম, মুন্সীগঞ্জ ড্যাবের সাধারণ সম্পাদক ডা. জাহাঙ্গীর আলম,
প্রধান উপদেষ্টা দেওয়ান নিজাম উদ্দিন হেলাল, সাংগঠনিক সম্পাদক ডা. জাহাঙ্গীর হোসেন এবং জনপ্রিয় চিকিৎসক ডা. মালেক মুরাদসহ নেতৃবৃন্দ। মুন্সীগঞ্জ জেলার স্বাস্থ্য ব্যবস্থা আরও জনবান্ধব ও যুগোপোযোগী করার ব্যাপারে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণের প্রত্যয় ব্যক্ত করা হয় এই মতবিনিময়ে।
ড্যাবের সাধারণ সম্পাদক ডা. জাহাঙ্গীর আলম সভ্যতার আলোকে বলেন, আমরা কথায় নয় কাজে বিশ্বাসী। তাই মুন্সীগঞ্জের স্বাস্থ্য ব্যবস্থার নানা অসঙ্গতি ও অনিয়ম দুর করে গণমানুষের কল্যাণে কার্যকরী ভূমিকার বিষয়ে আলোচনা করেছি। যার সুফল পাওয়া যাবে বলে আমরা বিশ্বাস করি।
এদিকে ড্যাবের উদ্যোগে সোমবার দিনব্যাপী
শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন প্রধান সড়কে স্বাস্থ্য ক্যাম্প করা হয়। এই ক্যাম্প থেকে কয়েক শ’ মানুষ
বিনামূল্যে উন্নত চিকিৎসাসেবা ও ওষুধ গ্রহণ করে।