ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে আজ মঙ্গলবার সকালে ভূমিকম্প অনুভূত হয়েছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণাকেন্দ্রের পেশাগত সহকারী নিজামউদ্দিন আহমেদ বিবিসি বাংলাকে জানিয়েছেন, রিখটার স্কেলে এর মাত্রা ছিল পাঁচ দশমিক এক।
আজ সকাল ৬টা ৪০ মিনিট ২৫ সেকেন্ডে বাংলাদেশের বিভিন্ন স্থান ছাড়াও ভারতের পশ্চিমবঙ্গ ও ওড়িশাতে এই কম্পন অনুভূত হয়।
মি. আহমেদ জানান, ভূমিকম্পটির উৎপত্তি ঢাকা থেকে ৫১০ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরে।
আরও পড়ুন: কেন কিছু মানুষ ভূমিকম্প টের পান না?