নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের শ্রীনগরের ধাইসার এলাকায় একটি বন্ধ দোকান থেকে পরিত্যক্ত অবস্থায় একটি লাশ উদ্ধার করেছে শ্রীনগর থানা পুলিশ।
২৫ ফেব্রুয়ারী মঙ্গলবার সকালে শ্রীনগর উপজেলাধীন শ্রীনগর ইউনিয়নের ধাইসার এলাকার আবুল কাশেমের ছেলে লাভলু হাসান এর দোকানের ভাড়াটিয়া রফিকুল আলম বুলু , পিতা- মৃত পবন মাঝি, গ্রাম- মুশুরীপাড়া, শ্রীনগর, মুন্সীগঞ্জ এর মৃতদেহ টি ভাড়া দোকান ঘরের মধ্যে খাটের পার্শ্বে ফ্লোরে পড়ে থাকতে দেখে স্থানীয় জনগন শ্রীনগর থানায় সংবাদ দেয়।সংবাদ পেয়ে শ্রীনগর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশটি উদ্ধার করে।স্থানীয় সূত্রে জানা যায়, রফিকুল আলম বুলু দোকান ঘরটি সবজি বিক্রির উদ্দেশ্যে ভাড়া নিয়েছিল কিন্তু ভাড়া নেওয়ার ২/৩ দিন সবজি বিক্রি করলেও পরবর্তীতে সবজি বিক্রি না করে দোকানের মধ্যস্থিত খাটেই রাত্রী যাপন করতো বলে জানা যায়। উক্ত ব্যক্তিকে ২/৩ দিন যাবৎ স্থানীয় লোকজন দোকান খুলতে না দেখে তার দোকানের শাটার উঠালে তাকে মৃত অবস্থায় ফ্লোরে পড়ে থাকতে দেখে।
শ্রীনগর থানার অফিসার্স ইনচার্জ শাকিল আহমেদ জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জে প্রেরন করা হয়েছে।এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।