রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীর পাংশায় ট্রাকের ধাক্কায় ১ পথচারীর মৃত্যু হয়েছে। প্রতিদিন সকালে নিয়মিত হাঁটতে বের হতো তিনি। আজ হাঁটা শেষ করে বাড়িতে ফেরা হয়নি তার। হাঁটা শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হন আরজিনা। আজ মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারি ভোরে উপজেলার বাবুপাড়া ইউনিয়ন পরিষদের সামনে রাজবাড়ী কুষ্টিয়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ওই নারী হলেন উপজেলার বাবুপাড়া ইউনিয়নের বাবুপাড়া গ্রামের মৃত মোতালেব প্রামানিকের স্ত্রী আরজিনা খাতুন ৫০।
জানা যায় প্রতিদিনের ন্যায় সকালে হাঁটতে বের হয় আরজিনা। রাজবাড়ী কুষ্টিয়া মহাসড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল মাছপাড়ার দিক থেকে পাংশার দিকে কুষ্টিয়ার দিক থেকে রাজবাড়ীগামী একটি ট্রাক এসে পিছন থেকে আরজিনাকে ধাক্কা দিয়ে রাস্তার পাশে ফেলে দেয়। পরে স্থানীয়রা এসে আর্জিনাকে উদ্ধার করার পর, দেখতে পায় আরজিনা মারা গেছে।