রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা এলাকায় থানা পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও জিআর পরোয়ানাভুক্ত আসামী আবু বক্কার (৩৮) কে গ্রেপ্তার করেছে । সে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া জলিল সরদার পাড়ার মৃত আফতাব মন্ডলের ছেলে।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, থানার এসআই মোঃ জুয়েল মিয়া ও তার সঙ্গীয় ফোর্সসহ গত মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে ফরিদপুর কোতোয়ালি থানা এলাকা থেকে আবু বক্কারকে গ্রেপ্তার করা হয়। সে দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। বুধবার দুপুরে রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে।