সিরাজদীখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার রশুনিয়া ইউনিয়নের পূর্ব রশুনিয়া গ্রামের বাড়ির পাশে ওয়াজ মাহফিলে এসে ফাতেমা আক্তার নামে (৬) বছরের শিশু কন্যা নিখোঁজ হয়েছে। মঙ্গলবার রাতে রশুনিয়া গ্রামের পূর্বপাড়ায় ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের অস্থায়ী দোকান বসে। বাড়ির পাশে ওয়াজ মাহফিল হওয়ায় শিশু ফাতেমা সেখানে আসা যাওয়া করে।
শিশু ফাতেমা উপজেলার রশুনিয়া ইউনিয়নের পূর্ব রশুনিয়া গ্রামের কুয়েত প্রবাসী শহিদুল ইসলামের মেয়ে এবং রশুনিয়া মাহমুদিয়া নূরানীয়া মাদরাসার প্রথম শ্রেণীর ছাত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানান,পূর্ব রশুনিয়া গ্রামে শিশু ফাতেমার বাড়ির পাশে ওয়াজ মাহফিল অয়োজন হয়। মাহফিলকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের অস্থায়ী দোকানসহ আইসক্রিম বিক্রি করার জন্য বসে ওই ইউনিয়নের উত্তর তাজপুর গ্রামের নাহিদ খানের ছেলে সাব্বির খান (২৫)। সাব্বির খান ফ্রিতে শিশু ফাতেমাকে আইসক্রিম খাওয়ান।
এ ঘটনায় স্থানীয়রা বুধবার দুপুরে সন্দেহজনকভাবে আইসক্রিম বিক্রেতা সাব্বির খানকে আটক করে সিরাজদীখান থানায় সোপর্দ করে।
রশুনিয়া ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট আবু সাঈদ বলেন, শিশু ফাতেমার বাড়ির পাশে ওয়াজ মাহফিল হচ্ছে, সেখানে বিকেল ৪টার পর থেকে অবস্থান করে। একাধিক লোক মুখে শুনেছি সাব্বির নামে এক আইসক্রিম বিক্রেতার কাছ থেকে আইসক্রিম খেতে দেখা যায় শিশু ফাতেমাকে । স্থানীয়রা আইসক্রিম বিক্রেতা সাব্বিরকে সন্দেহ হলে পুলিশের কাছে হস্তান্তর করে।
সিরাজদীখান থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহেদ আল মামুন বলেন, মঙ্গলবার রাতে ওয়াজ মাহফিলে এসে এক শিশু কন্যা নিখোঁজ হয়েছে। আমরা রাত থেকেই বিভিন্ন স্থানে বার্তা পাঠিয়েছি। এ বিষয়ে একটি অভিযোগ হয়েছে এবং সন্দেহজনক অবস্থায় এলাকাবাসী সাব্বির নামে একজনকে আটক করে থানায় হস্তান্তর করেছে। আমরা তাকে জিজ্ঞাসাবাদ করছি।