বৃহস্পতিবার , ২৭ ফেব্রুয়ারি ২০২৫ | ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আরো
  7. এক্সক্লুসিভ নিউজ
  8. কলাম
  9. কৃষি
  10. খুলনা বিভাগ
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম বিভাগ
  14. জাতীয়
  15. ঢাকা বিভাগ

সিরাজদিখানে শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত, হামদ-নাত ও আযান প্রতিযোগিতা

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
ফেব্রুয়ারি ২৭, ২০২৫ ১২:৫৯ অপরাহ্ণ
সিরাজদিখানে শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত, হামদ-নাত এবং আযান প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। -সভ্যতার আলো

সভ্যতার আলো রিপোর্ট

মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখানে বুধবার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত, হামদ-নাত এবং আযান প্রতিযোগিতা  হয়েছে।   মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে এবং সিরাজদিখান উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী এই  প্রতিযোগিতায় ব্যাপক সারা পরে। উপজেলাটির বিভিন্ন ইউনিয়ন ও মহল্লা থেকে দলে দলে শিক্ষর্থীরা অংশ নেয়। আয়োজনটি ঘিরে প্রতিযোগীদের কোলাহলে মুখরিত হয় পুরো অডিটোরিয়াম ক্যাম্পাস । রোজার আগে এই আয়োজন বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে উঠে । আয়োজকরা জানান, উপজেলাটির  সকল প্রাথমিক বিদ্যালয় , উচ্চ বিদ্যালয়,  কলেজ, দাখিল ও আলিম মাদ্রাসার প্রায় ২৫০  প্রতিযোগী অংশ নেয়। পরে তিন গ্রুপের মোট ৩৬ জন বিজয়ীর মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।  পুরষ্কার বিতরণটিও ছিল আকর্ষণীয় । আয়োজনটিতে সভাপতিত্ব করেন সিরাজদিখান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)  শাহিনা আক্তার। তিনি সভ্যতার আলোকে বলেন, “আমাদের চর্চা হতে হবে শুদ্ধভাবে। তাই শিশু বয়সে শিক্ষার্থী অবস্থায় এব্যাপারে সঠিক উদ্যোগ দরকার। সেই লক্ষ্যেই আমাদের পরম শ্রদ্ধারভাজন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফাতেমা তুল জান্নাত স্যার এই উদ্যোগ গ্রহণ করেছেন। প্রথমে উপজেলা পর্যায়ে এবং পরে জেলা পর্যায়ে প্রতিযোগিতাটি হবে।  তাই  উপজেলা পর্যায়ে তিন গ্রুপের চার ক্যাটাগরিতে ১ম পুরষ্কার প্রাপ্ত ১২ জন জেলা পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পাচ্ছে।” ইউএনও জানান, যারা বিজয়ী হতে পারেনি তাদেরও উৎসাহ দেয়া হয়েছে। যাতে ভবিষ্যতেও তারা আরও বেশি ভালো করতে পারে।

সঠিক মূল্যায়নের জন্য প্রতিযোগিতাটির পরিচালনার দায়িত্বে ছিলেন  সিরাজদিখানের সহকারী কমিশনার (ভূমি),  উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এবং ইসলামিক ফাউন্ডেশনের উপজেলাটির দায়িত্বশীল।

সিরাজদিখানে শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত, হামদ-নাত এবং আযান প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। -সভ্যতার আলো

সিরাজদিখানে শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত, হামদ-নাত এবং আযান প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। -সভ্যতার আলো

সর্বশেষ - মুন্সীগঞ্জ