মুন্সীগঞ্জে অপরেশন ডেভিল হান্ড অভিযানে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ২৪ ঘন্টায় ১৬ জনকে গ্রেফতার করেছে। পুলিশ জানায় গ্রেফতারকৃতদের মধ্যে আওয়ামী লীগের সক্রিয় সদস্য রয়েছেন ৬ জন। আর বাকি ১০ জনের বিরুদ্ধে অপরাধমূলক বিভিন্ন মামলা রয়েছে।
মাদক কারবারের সাথে জড়িত দুইজন- টঙ্গীবাড়ির সুমন শিকাদার মনু (৩২) ও টঙ্গীবাড়ির ছোট কেওয়ারের জাহাঙ্গীর সরদার (৩৫)।
চুরি ও চোরাকারবারের সাথে দুইজন রয়েছে- টঙ্গীবাড়ির পূর্ব আলদি গ্রামের নাদিম ছৈয়াল (৩৮) এবং সিরাজদিখানের সিঙ্গারডাক গ্রামের সাকিব খান বাবু (৩৫)।
সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত পাঁচ জনের মধ্যে রয়েছেন- সিরাজদিখানের আবিরপাড়ার কুদরত আলী (৫০), টঙ্গীবাড়ির পুরাপাড়ার ইমন মিয়া (১৯) ও তার পিতা খোকন শেখ (৫৩) ও টঙ্গীবাড়ির হাটবালিগাঁওয়ের আলমগীর শেখ (৫০) ও মুন্সীগঞ্জ সদরের নৈদিঘিরপাথরের বিক্রম মিয়া (২৮)। আর নারী নির্যানকারীদের মধ্যে রয়েছে সিরাজদিখানের উত্তর তাজপুরের সাব্বির খান (২৭)।
আওয়ামী লীগের সক্রিয় সদস্যদের মধ্যে রয়েছেন- মুন্সীগঞ্জ সদরের মুন্সীকান্দির লিটন দেওয়ান খাজা (৪৫) ও ছমিজ উদ্দিন দেওয়ান (৩৮) এবং মোল্লাকান্দির আরিফ ভূইয়া (২৮), গজারিয়ার হোসেন্দীর ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রনি ব্যাপারী (৩৫), সিরাজদিখানের আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মুরাদ হোসেন রেন্টু (৩৮) ও সিরাজদিখানের মালখানগর ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ব্যাপারী (৪৮)।
মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ সভ্যতার আলোকে জানান, আসামীদের বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে। #