মাহবুব আলম জয় : মুন্সীগঞ্জে সারা বাংলা ৮৮ ফাউন্ডেশন মুন্সীগঞ্জ জেলা প্যানেলের উদ্যোগে শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। মুন্সীগঞ্জ সদরের সুখবাসপুর হাজী মারফত আলী মাষ্টারের বাড়িতে শুক্রবার সকাল ১০ টায় এ ইফতার সামগ্রী বিতরণ করা হয় । এতে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন সারা বাংলা ৮৮ ফাউন্ডেশন মুন্সীগঞ্জ জেলা প্যানেলের কো-অর্ডিনেটর মহসিন দেওয়ান লিটন, উপদেষ্টা গোলাম ফারুক, সাখাওয়াত হোসেন সুমন, নজরুল ইসলাম, মো: ইকবাল হোসেন, নজরুল ইসলাম বাবুল, জয়েন কো-অর্ডিনেটর জাফর ইকবাল, এ আল মামুন, তাবারক হোসেন তনু সহ সারা বাংলা ৮৮ ফাউন্ডেশনের অন্যান্য স্থানীয় বন্ধুরা।
এসময় অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন সমাজ সেবক মো: আনিছুর রহমান বাবু। সারা বাংলা ৮৮ ফাউন্ডেশন মুন্সীগঞ্জ জেলা প্যানেলের উপদেষ্টা সাখাওয়াত হোসেন সুমন বলেন,পবিত্র মাহে রমজান উপলক্ষে সারা বাংলা ৮৮ ফাউন্ডেশনের উদ্যোগে আমাদের বন্ধুরা মানবতার জন্য এ কর্মসূচি আয়োজন করেছি। পর্যায়ক্রমে আমাদের সমাজ মূলক কর্মকান্ড অব্যাহত থাকবে ইনশাআল্লাহ ।