সভ্যতার আলো ডেস্ক
ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি হেফজুল বাহারের সভাপতিত্বে শনিবার বিকেলে অত্র ক্লাব কার্যালয়ে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। ক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, নবীনগর উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সঞ্জয় সাহা, সিনিয়র সদস্য অধ্যক্ষ রফিকুল ইসলাম, সহকারি অধ্যাপক একেএম হাবিবুর রহমান হেলাল, সহ-সভাপতি রেজাউল করিম বাবুল মাষ্টার, সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, অর্থ ও দপ্তর সম্পাদক কাওসার আলম ভূঁইয়া অপু, আপ্যায়ন সম্পাদক মোঃ মনির হোসেন, সাহিত্য সংস্কৃতি ও পাঠাগার সম্পাদক শুভ চক্রবর্তী, সায়েদ আহমেদ সৌরভ, পারভেজ খান, রত্না আক্তার । সাধারণ সভায় আগামী ২২শে মার্চ পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল করা ও নতুন সদস্য নিয়োগে কমিটি গঠন এবং সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রেরণের উপর গুরুত্বারোপ করা হয়। সভা শেষে উপস্থিত সকলে ইফতার করেন।