মোঃ রাকিব হোসেনঃ
মুন্সীগঞ্জের আধারা ইউনিয়নে অগ্নিকান্ডে একটি মুদি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার রাত সাড়ে ১১ টার দিকে ইউনিয়নের প্রত্যন্ত এলাকা কালিরচরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পরে স্থানীয়দের দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে অগ্নিকান্ডে মহাসিন মল্লিক নামের এক ব্যবসায়ীর দোকান সম্পূর্ণ পুড়ে যায়। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী।
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মো. মহাসিন মল্লিক জানান, ‘বিভিন্নভাবে ঋণ করে ২৫ লাখ টাকা নিয়ে এ ব্যবসা শুরু করেছি। অগ্নিকান্ডে এখন আমি প্রায় নিঃস্ব হয়ে গেছি’। তিনি আরো জানান, কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে কিছুই বুঝা যাচ্ছে না
দোকানের আয় দিয়ে তাদের সংসার চলত। এখন তারা নিঃস্ব। দোকানে হার্ডওয়্যার, কসমেটিক্স, চাউল, তেল, ইলেক্ট্রনিক্স পণ্য, ফ্রিজ, গ্যাসের চুলা সহ নানারকম পণ্য ছিলো। স্থানীয়রা জানান, কালিরচর এলাকায় সড়ক যোগাযোগ ব্যবস্থা না থাকায় ফায়ার সার্ভিসকে আগুন নিভাতে ফোন করা হয়নি।