স্টাফ রিপোর্টাের: বিশিষ্ট ফুটবলার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্লুৃ প্রাপ্ত ক্রীড়াবীদ বীর মুক্তিযোদ্ধা মোশাররফ উদ্দিন আহমেদ মাসুম চৌধুরী (৭৫) আর নেই। সোমবার দুপুরে মুন্সীগঞ্জ শহরের মালপাড়ার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি… রাজিউন)। তিনি স্ত্রীসহ এক পুত্র ও এক কন্যাসহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন। বাদ মাগরিব শহর জামে মসজিদে নামাজের জানাজা শেষে কাটাখালী আইনজীবী কবরস্থানে দাফন করা হবে।
তিনি সরকারি হরগঙ্গা কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্রীড়াঙ্গনের উজ্জ্বল মুখ। দীর্ঘ দিন ধরে নানা ইভেন্টে স্বর্ণ জয় করেন। এছাড়া ঢাকা প্রথম বিভাগ ফুটপবলের ঢাকা ওয়াপদা ও ঢাকা ওয়ান্ডার্সের হয়ে মাঠ কাপান। এছাড়া জাতীয় দলেও তিনি ডাক পেয়েছিলেন। কিন্তু নানা কারণে তার জাতীয় দলে খেলা হয়নি। তিনি সংগঠনক হিসেবেও ছিলেন সফল। মুন্সীগঞ্জ ক্রীড়া সংস্থাসহ বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত থেকে সততা ও যোগ্যতার স্বাক্ষর রাখেন। তিনি ব্যাটমিন্টন ফেডারেশেনের কর্মকর্তা হিসেও দায়িত্ব পালন করেন । এছাড়া পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা হিসেবে তিনি অবসর গ্রহণ করেন। অনেক অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে অনেকে রক্তচক্ষুর মুখেও তাঁকে পরতে হয়। তিনি নিয়মিত মুক্তিযোদ্ধা ভাতা পেতেন। কিন্তু রহস্যজনক কারণে তার সেই ভাতাও বন্ধ করে দেয়া হয়। তাঁর মৃত্যুতে ক্রীড়াঙ্গণসহ মুন্সীগঞ্জে শোকের ছায়া নেমে আসে।
তাঁর মৃত্যুতে ইংলিশ চ্যানেল বিজয়ী সাতাঁরু মোশারফ হোসেন খান, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রাধন নির্বাচক জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেন লীপু, জাতীয় ফুটবল দলের তারকা স্টাইকার মিজানুর রহমান ডন, প্রাক্তন ক্রীড়াবীদ বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর সরকার মন্টু ও ক্রীড়া সংগঠক বীর মুক্তিযোদ্ধা মো. ইকবাল হোসেন গভীর শোক জানিয়েছেন।