স্টাফ রিপোর্টারঃ
অজ্ঞাত গাড়ির চাপায় মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় ইজিবাইকের যাত্রী কামাল শেখ (৬০) নামের এক কৃষক নিহত হয়েছেন। শনিবার ভোর সোয়া ৫ টার দিকে মালখানগর-ইছাপুরা সড়কের কাকালদি নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কামাল শেখ টঙ্গীবাড়ি উপজেলার আউটশাহী ইউনিয়নের শিলিমপুর গ্রামের মৃত মমিন আলী শেখের ছেলে। পেশায় একজন কৃষক। ভোরে ইজিবাইকে করে টমেটো নিয়ে রাজেন্দাপুর পাইকারি কাজাবাজারে বিক্রির উদ্দেশ্যে যাচ্ছিলেন তিনি।
মধ্যপাড়া ইউনিয়নের কাকালদী এলাকার কমিউনিটি ক্লিকের সামনে পৌঁছালে অপর দিক থেকে আসা একটি অজ্ঞাত গাড়ি চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।
চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় কৃষক কামাল সড়কে পড়ে থাকতে দেখে। স্থানীয়রা জানান, ঘটনাস্থলে কামাল হোসেনের মৃত্যু হয়।
পুলিশের একটি টিম ঘটনাস্থলে এসে লাশের সুরতহা প্রতিবেদন তৈরি করে।#