স্টাফ রিপোর্টার: যুবদল কর্মী মোহাম্মদ আলীর ওপর নির্মম হামলার প্রতিবাদে রামপালের হাতিমারায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর বেলা দেড়টায় রামপাল ইউনিয়ন যুবদল ও ছাত্রদলের উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়। এতে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণ অংশ নেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধনে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন সদর থানা যুবদলের আহ্বায়ক সদস্য ইব্রাহিম আহমেদ তপু, থানা যুবদলের আহ্বায়ক সদস্য মো. মামুন, রামপাল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. সাগর ভুঁইয়া, সাধারণ সম্পাদক মো. হিমেল, রামপাল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতিমো . শেরু ভুঁইয়া,সাধারণ সম্পাদক রেজাউল করিম মিশু ও ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মো. আল আমিন সহ অন্যরা।
মানববন্ধনে বক্তারা পানহাটা এলাকার বাসিন্দ যুবদল কর্মী মোহাম্মদ আলীর ওপর হামলার তীব্র নিন্দা জানান এবং দোষীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি করেন।