মোঃ আলমগীর হোসেনঃ
মুন্সীগঞ্জের গজারিয়ায় আইন শৃঙ্খলা রক্ষা ও অবৈধ বালু ভরাট বন্ধে মেঘনা নদীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
শুক্রবার মধ্যরাত থেকে সকাল সাড়ে এগারোটা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ মামুন শরিফ।
এসময় অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা ২০১০ আইনে ১টি মামলায় তিন জনকে ১ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান এবং একটি বাল্কহেড জব্দ করে ভ্রাম্যমাণ আদালত।
মেঘনায় অবৈধ বালু উত্তোলন বন্ধের অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন কোষ্টগার্ড ও গজারিয়া নৌ পুলিশ।#