সোমবার , ১৭ মার্চ ২০২৫ | ১৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আরো
  7. এক্সক্লুসিভ নিউজ
  8. কলাম
  9. কৃষি
  10. খুলনা বিভাগ
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম বিভাগ
  14. জাতীয়
  15. ঢাকা বিভাগ

মুন্সীগঞ্জে স্বামী হত্যায় স্ত্রীর যাবজ্জীবন

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
মার্চ ১৭, ২০২৫ ১:৫৯ পূর্বাহ্ণ

মুন্সীগঞ্জের শ্রীনগরে স্বামীকে হত্যার দায়ে এক নারীর যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে আসামির উপস্থিতিতে মুন্সীগঞ্জের জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ কাজী আব্দুল হান্নান এ রায় ঘোষণা করেন বলে আদালতের বেঞ্চ সহকারী মো. হোসেন জানান।

রায়ে একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাবাসে থাকার আদেশ দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত মাজেদা বেগম (৩০) শ্রীনগর উপজেলার পুটিমারা গ্রামের মৃত অলিউল্লাহ মোল্লার স্ত্রী।

মামলার নথি ও আদালত থেকে জানা যায়, অলিউল্লাহ মোল্লা সৌদি আরব প্রবাসী ছিলেন। তিন সন্তান নিয়ে মাজেদা বেগম স্বামীর পরিবার থেকে আলাদা থাকতেন। সবশেষ অলিউল্লাহ সৌদি আরব থেকে দেশে আসার পর স্ত্রী মাজেদার সঙ্গে তার পারিবারিক কলহ বাঁধে।

২০১৭ সালের ৬ ফেব্রুয়ারি রাতে স্বামীকে চেতনানাশক মেশানো খাবার খাইয়ে অচেতন করে হাতে-পায়ে রশি দিয়ে বেঁধে গলায় উড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেন মাজেদা বেগম।

পরদিন সকাল ৬টার দিকে মাজেদা তার দুই ছেলেকে নিয়ে বাড়ি থেকে বের হন।

তখন অলিউল্লাহর বড় ভাই আহসান উল্লাহ বাড়ি থেকে বের হওয়ার কারণ জানতে চাইলে, স্বামীর সৌদি যাওয়ার জন্য বিমানের টিকেটের টাকা সংগ্রহ করতে বের হয়েছেন বলে জানান মাদেজা।

এদিকে, দুপুর ১২টার দিকে স্থানীয়দের সহায়তায় পুলিশ ঘর থেকে হাত-পা বাঁধা অলিউল্লাহর লাশ উদ্ধার করে।

এ ঘটনায় নিহতের ভাই আহসান উল্লাহ ২০১৭ সালের ৭ ফেব্রুয়ারি শ্রীনগর থানায় মামলা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা মাজেদা বেগমের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।

মামলায় ১৬ জনের সাক্ষ্যের ভিত্তিতে আদালত আসামি মাজেদা বেগমকে দোষী সাব্যস্ত করে ওই রায় ঘোষণা করেন।

এ ব্যাপারে মামলার বাদী আহসানুল্লাহ বলেন, “মামলা ৮ বছর পর আদালত রায় দিয়েছে। রায়ে আমরা সন্তুষ্ট হয়েছি।”

আদালত মামলা পর্যালোচনা করে সঠিক রায় দিয়েছে দাবি করে রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. হালিম হোসেন বলেন, “রায়ে আমরা রাষ্ট্রপক্ষও সন্তুষ্ট।”

সর্বশেষ - মুন্সীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত