মঙ্গলবার , ১৮ মার্চ ২০২৫ | ১৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আরো
  7. এক্সক্লুসিভ নিউজ
  8. কলাম
  9. কৃষি
  10. খুলনা বিভাগ
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম বিভাগ
  14. জাতীয়
  15. ঢাকা বিভাগ

রাজবাড়ীতে গণধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
মার্চ ১৮, ২০২৫ ৫:১৪ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

রাজবাড়ীতে গণধর্ষণ মামলার এজাহারনামীয় পলাতক আসামি মিঠুন (২৮) কে গ্রেপ্তার করেছে র‍্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের সদস্যরা।

সোমবার (১৭ মার্চ) দুপুরে রাজবাড়ী সদর উপজেলার আলাদিপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র‍্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) শামীম হাসান সরদার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

ওই প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, গত ২৮ জানুয়ারি ২০২৫ রাত সাড়ে ১০ টার দিকে, রাজবাড়ী সদর থানাধীন শ্রীপুর এলাকায় ভিকটিমের (২২) ভাড়া বাসায় মেহমান হিসেবে হারুন (৪০) প্রবেশ করলে, আসামি মিঠুনসহ (২৮) অন্যান্য আসামিরা সেখানে গিয়ে ভয় দেখিয়ে ২ লাখ টাকা দাবি করে। হারুন প্রথমে নগদ ১০ হাজার টাকা এবং পরে বিকাশের মাধ্যমে আরও ৬৭ হাজার টাকা দিতে বাধ্য হন।

পরবর্তীতে দাবিকৃত অবশিষ্ট টাকা না পেয়ে, আসামি মিঠুনসহ অন্যান্যরা পরদিন (২৯ জানুয়ারি) রাত ৪:৪০ ঘটিকার দিকে ভিকটিমকে পালাক্রমে ধর্ষণ করে।

এই ঘটনায় ভিকটিম নিজে বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় ৯(৩)/৩০ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০২০); ৩৮৫/৩৮৬ পেনাল কোড, ১৮৬০ এর ধারায় মামলা দায়ের করেন। যার মামলা নম্বর: ৩৭, তারিখ: ২৯/০১/২০২৫। ওই মামলার বিষয়ে জানতে পেরে আসামিরা আত্মগোপনে চলে যায়।

পরবর্তীতে মামলার তদন্ত কর্মকর্তা র‍্যাব-১০ এর কাছে অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য একটি পত্র প্রেরণ করেন। ওই পত্রের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় ১৭ মার্চ দুপুর ৩:০০টার দিকে রাজবাড়ীর আলাদিপুর এলাকায় অভিযান চালিয়ে মিঠুনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানানো হয়।

সর্বশেষ - মুন্সীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত