মঙ্গলবার , ১৮ মার্চ ২০২৫ | ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আরো
  7. এক্সক্লুসিভ নিউজ
  8. কলাম
  9. কৃষি
  10. খুলনা বিভাগ
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম বিভাগ
  14. জাতীয়
  15. ঢাকা বিভাগ

ঈদে আসছে “মিশন মুন্সিগঞ্জ”

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
মার্চ ১৮, ২০২৫ ৪:৪১ অপরাহ্ণ

সূত্র : বাংলাট্রিবিউন

ফরিদুর রেজা সাগরের গোয়েন্দা সিরিজ ‘ছোটকাকু’। গত ১৭ বছর ধরে প্রতি ঈদ অনুষ্ঠানমালায় চ্যানেল আইতে এ সিরিজ নিয়ে প্রচারিত হয় ধারাবাহিক নাটক। এবারও তার ব্যাতিক্রম নয়।

এবারের সিরিজের নতুন পর্বের নাম ‘মিশন মুন্সিগঞ্জ’। গত বছরের কুরবানি ঈদে প্রচার হওয়া ‘হবিগঞ্জের হরবোলা’র মতো এবারও ছোটকাকু পরিচালনা করছেন অনিমেষ আইচ।

নির্মাতা এর নাম দিয়েছেন ‘ছোটকাকু চ্যাপ্টার টু’। ঈদের দ্বিতীয় দিন সন্ধ্যা ৬টা ১০ মিনিটে প্রচারিত হবে প্রথম পর্ব। ঈদের অষ্টম দিন পর্যন্ত প্রতিদিন ৬টা ১০ মিনিটে চ্যানেল আইতে উপভোগ করতে পারবেন।

‘মিশন মুন্সিগঞ্জ’-এ আশনা হাবিব ভাবনা ও চঞ্চল চৌধুরী
ছোটকাকু সিরিজের ‘মিশন মুন্সিগঞ্জ’-এর গল্প এমন, দেশের বিভিন্ন স্থানে কয়েকটি খুনের সংবাদে বিচলিত হন ছোটকাকু। ঢাকায় খুন হলেন উকিল, দ্বিতীয় খুন লালমনিরহাটে একজন চিকিৎসক, তৃতীয় খুনটা হলো ফেনীতে, একজন রাজনীতিবিদ। অদ্ভুৎ ব্যাপার হলো, তিনজনই এক সময় মুন্সিগঞ্জে ছিলেন।
এসব খুনের রহস্য উদঘাটনে ছোটকাকু ছুটে যান মুন্সিগঞ্জে। কাহিনি জট পাকিয়ে যায়। সেই জট খুলতেই মিশন মুন্সিগঞ্জ।
ছোটকাকু চরিত্রে অভিনয় করেছেন আফজাল হোসেন। তিনি বলেন, ‘ছোটকাকুর সঙ্গে আমার একটা ভালোবাসার বিষয় আছে। আমি ঢাকা শহরে এসে প্রথমে শিশু-কিশোর সংগঠনের সঙ্গে যুক্ত হই। সেই যুক্ত হওয়ার কারণে, আমি যে মানুষটি এসেছিলাম, তার চিন্তা ভাবনাগুলো বদলায়। সে হিসেবে আমার সর্বক্ষণ মনে হয়, এই যে শিশু-কিশোরদের জন্য কিছু করতে চাওয়া, এটা একেবারেই এখন নেই। তাই এটা করা।
‘মিশন মুন্সিগঞ্জ’-এ আফজাল হোসেন ছাড়াও অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, শহীদুজ্জামান সেলিম, আশনা হাবিব ভাবনা প্রমুখ।

সর্বশেষ - মুন্সীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত