নিজস্ব প্রতিবেদক
মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার ধীপুর ইউনিয়নের ধীপুর গ্রামের হতদরিদ্র ও অসহায়দের মাঝে একঝাক তারুণ্যের সংগঠন মানব কল্যাণ সংঘ থেকে পবিত্র মাহে রমজান উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
গতকাল বুধবার সকাল ৯ঃ০০ ঘটিকার সময় আলেম-ওলামাদের নিয়ে দোয়া করা হয় এরপরেই খাদ্যসামগ্রী ১৫০ টি পরিবারকে মানব কল্যাণ সংঘ সংগঠনের সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়।
প্রতিটি প্যাকেটে মুড়ি, চিনি, ছোলা, ডাল, খেজুর, তেল,পোলার চাল, সেমাই, পেঁয়াজ বিতরণ করা হয়।
এ সময় ধীপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আক্তার হোসেন মোল্লা মানবকল্যাণ সংঘ পরিদর্শন করেন
এ সময় উপস্থিত ছিলেন জনাব শাহজাহান বেপারী, বীর মুক্তিযোদ্ধা আক্কাস আলী মজুমদার,শহীদ মজুমদার, গিয়াস বেপারী, হাজী নুরু শেখ, ইউপি সদস্য শরিফ হোসেন (মাকসু) শফিউদ্দিন বেপারী,মফিম শেখ সহ উক্ত প্রতিষ্ঠাতা সদস্য
মোজাম্মেল শেখ,
হাসিবুল হায়দার (রনি) সিরাজুল ইসলাম হাওলাদার, জহিরুল ইসলাম শেখ,আরাফাত শেখ, মিলন মৃধা, আল আমিন মজুমদার,
শাহাদাত শেখ, রোমান সেখ, জুবায়ের শেখ,সহ স্থানীয় গণ্যমান্যরা।ইফতার সামগ্রী পেয়ে
এক গরীব অসহায়ন বলেন
ইফতার সামগ্রী পাওয়াতে রমজান মাসটি খুব ভালো যাবে। বর্তমানে ইফতার কেনার মত সামর্থ আমার ছিলোনা, আমি ওদের জন্যো দোয়া করি।
সংগঠনের বিবৃিতিতে বলা হয় সামাজিক সকল উন্নয়ন কাজে আমরা সহযোগিতা করবো, মাদক ও বাল্যবিয়ের বিরুদ্ধে আমরা সচেতনতা সৃষ্টি করে যাবো আপনারা পাশে থাকবেন।