নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জ ন্যাশনাল ডক্টরস ফোরাম (NDF) এর চিকিৎসক ও বিশিষ্টজনদের সম্মানে মাহে রমজান শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ শে মার্চ) বিকাল ৫টায় মুন্সীগঞ্জ পৌরসভার ডিসি বৈজয়ন্তী রেষ্টুরেন্টে ন্যাশনাল ডক্টরস ফোরামের মুন্সীগঞ্জ জেলা আহবায়ক ঢাকা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা: শাখওয়াত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা সিভিল সার্জন ডাক্তার মুহাম্মদ মঞ্জুরুল আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা: সফিকুর রহমান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডা: অঞ্জন চন্দ্র কর্মকার, ডা: জুবায়ের, ডা: ফারজানা করিম নায়লা, ডা: রফিকুল ইসলাম, ডা: সজিব হোসেন, ডা: আসাদুজ্জামান, ডা: তাজুল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতে দারসে কুরান পেশ করেন ন্যাশনাল ডক্টরস ফোরামের মুন্সীগঞ্জ পৌরসভার উপদেষ্টা মাওলানা এইচ এম বায়েজীদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশিষ্ট নিউরো সার্জন ডাক্তার মুহাম্মদ সুজন শরিফ।