রবিবার , ২৩ মার্চ ২০২৫ | ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আরো
  7. এক্সক্লুসিভ নিউজ
  8. কলাম
  9. কৃষি
  10. খুলনা বিভাগ
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম বিভাগ
  14. জাতীয়
  15. ঢাকা বিভাগ

মুন্সীগঞ্জে ২ কেজি গাজাঁসহ মাদক কারবারী গ্রেফতার

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
মার্চ ২৩, ২০২৫ ১:০২ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টারঃ

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে ২ কেজি গাজাঁসহ মো. সোহেল মিয়া নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে শ্রীনগর থানা পুলিশ। শনিবার সন্ধ্যায় উপজেলার বালাশুর বউ বাজার এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে এসব গাজাঁ উদ্ধার করা হয়। জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, শ্রীনগর থানা পুলিশের এসআই (নিরস্ত্র) সালমান রহমান এবং এসআই (নিরস্ত্র) মোহাম্মদ বিন আসাদের নেতৃত্বে বালাশুর বউ বাজারস্থ মাইশা স্টোরের সামনে শ্রীনগর থেকে দোহারগামী পাঁকা রাস্তার উপর হতে একটি সাদা রঙের বাজারের ব্যাগের ভিতর রক্ষিত খাকি রঙের স্কচটেপ দিয়ে প্যাঁচানো ২ কেজি গাজাসহ অভিযুক্ত মো. সোহেল মিয়া (৩৮) কে গ্রেফতার করা হয়। সে ফরিদপুর জেলার বোয়ালমারী থানার শিবপুর এলাকার মৃত কোহিনুর শেখের ছেলে। অভিযুক্তের বিরুদ্ধে শ্রীনগর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে নিশ্চিত করে পুলিশ।

সর্বশেষ - মুন্সীগঞ্জ