স্টাফ রিপোর্টারঃ
ঈদুল ফিতরকে সামনে রেখে মুন্সীগঞ্জ সদরে মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন স্বেচ্ছাসেবী তরুণরা।
রোববার বিকালে শহরের শিলমন্দি পালকি কমিটির সেন্টারের সাথে মুন্সীগঞ্জ আদর্শ তাফসিরুল কোরআন মাদরাসা ও এতিমখানার ৫৬জন শিক্ষার্থীকে এইসব ঈদ উপহার তুলে দেওয়া হয়। এসময় ওই শিক্ষার্থীদের নিয়ে ইফতার মাহফিল করেন তারা।
এসময় আরও উপস্থিত ছিলেন যুবদল নেতা জুনায়েদ, ছাত্রদল নেতা ও স্বেচ্ছাসেবী আবু মোহাম্মদ রুইয়াম, সাজিদ জয়, নেহাল আহমেদ জিহাদ ও বিপ্লব, রাফসান রাফি, সিয়াম সামি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সচিব মেহেদী হাসান ও ফারদিন হাসান আবির, ছাত্র অধিকার পরিষদের সহ-সভাপতি রাজু, স্বেচ্ছাসেবী হিসেবে উপস্থিত ছিলেন, হাসানুর রহমান, শহিদ, প্রান্ত, তায়েফ, আহাদ, মাহিন, যত্ন, অনল ও রাহুল প্রমুখ।
উদ্যোক্তারা জানান, ঈদ সবার জন্য আনন্দ বয়ে আনে, মাদ্রাসার শিশুরা কোরানের পাখি। কোরআনেন পাখিদের সাথে ঈদ ঈদ আনন্দ ভাগাভাগি করতে এমন আয়োজন।