আলমগীর হোসেনঃ
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ঐতিহ্যবাহী ভবেরচর ওয়াজির আলী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন এড. মোয়াজ্জেম হোসেন মিলন ফকির।
এডভোকেট মোয়াজ্জেম হোসেন মিলন ফকির উপজেলার ভবেরচর ইউনিয়নের ভবেরচর গ্রামের মৃত আমির হোসেন ফকিরের ছেলে।
সোমবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এর পক্ষ থেকে বিদ্যালয় পরিদর্শক কর্তৃক স্বাক্ষরিত বিদ্যালয় এডহক কমিটিতে এড. মোয়াজ্জেম হোসেন মিলন ফকির কে সভাপতি, সুকমলেন্দু মিত্র কে সাধারণ শিক্ষক সদস্য, এবং মোহাম্মদ মোজাম্মেল হক মোল্লা কে অভিভাবক সদস্য করে মনোনীত করা হয়।