স্টাফ রিপোর্টারঃ
স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মুন্সীগঞ্জে শহীদদের নাম সংবলিত স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন সর্বস্তরের মানুষ।
বুধবার দিবসটির প্রথম প্রহরে শহরের পুরাতন কাচারিতে অবস্থিত স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত।
পরে পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট, জেলা পরিষদ, জেলা সিভিল সার্জন, সদর উপজেলা, মুন্সীগঞ্জ প্রেসক্লাব, দৈনিক সভ্যতার আলো মুন্সীগঞ্জ পৌরসভাসহ জেলার বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠন ছাড়াও সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও সর্বস্তরের নারী, শিশু ও পুরুষরা শ্রদ্ধা জানান৷
এছাড়াও জেলার বিভিন্ন উপজেলায় এক যোগে শহীদের শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
পরে জেলা স্টেডিয়ামে মনোজ্ঞ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও পুলিশ,ফায়ার সার্ভিস, আনসার ভিডিপিসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন অংশ নেয়। এছাড়াও সকাল ১১ টায় মুন্সিগঞ্জ শিল্পকলা একাডেমী মিলনায়তনে প্রশাসনের পক্ষ থেকে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে।