রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীতে অপহরণের এক মাস পর নবম শ্রেণীর স্কুল ছাত্রীকে উদ্ধার করা হয়েছে। অপহরণ মামলার আসামী এস এম জাকির (৩২) কে র্যাব-১০ কর্তৃক ফরিদপুরের সালথা থেকে গ্রেপ্তার। জাকির ফরিদপুর কোতয়ালী থানার দয়ারামপুর গ্রামের নাজিমুদ্দীন মিয়ার ছেলে।
বুধবার (২৬ মার্চ) বিকাল সোয়া ৪টার সময় র্যাব-১০ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় ফরিদপুর জেলার সালথা থানা এলাকায় একটি অভিযান পরিচালনা করে।
বৃহস্পতিবার (২৭ মার্চ) র্যাব-১০ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গত ২৫ ফেব্রুয়ারী দুপুর ২টার সময় নবম শ্রেণী পড়ুয়া স্কুল ছাত্রী (১৪) স্কুল থেকে বাড়ি ফেরার পথে আসামী এস এম জাকির অন্যান্য আসামীদের সহায়তায় জোরপূর্বক একটি প্রাইভেটকারে তুলে নিয়ে যায়। এ ঘটনায় স্কুল ছাত্রীর মা বাদী হয়ে গত ৮ মার্চ রাজবাড়ী সদর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলার বিষয়টি জানতে পেরে ঘটনায় জড়িত আসামীরা আত্মগোপনে চলে যায়। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা অপহরণে জড়িত আসামীদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে অধিনায়ক, র্যাব-১০, ঢাকা বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। এ অধিযাচনপত্রের ভিত্তিতে র্যাব-১০ এর একটি আভিযানিক দল আসামীকে গ্রেপ্তার ও অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
বুধবার (২৬ মার্চ) বিকাল সোয়া ৪টার সময় র্যাব-১০ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় ফরিদপুর জেলার সালথা থানা এলাকায় একটি অভিযান পরিচালনা করে। এ অভিযানে রাজবাড়ী সদর থানার মামলার এজাহারনামীয় পলাতক আসামী এস এম জাকিরকে গ্রেপ্তার করে এবং তার তথ্যমতে অপহৃত স্কুল ছাত্রী (১৪)’কে উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামী ও অপহৃত স্কুল ছাত্রীকে রাজবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।