বুধবার , ১২ জুলাই ২০২৩ | ১৪ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আরো
  7. এক্সক্লুসিভ নিউজ
  8. কলাম
  9. কৃষি
  10. খুলনা বিভাগ
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম বিভাগ
  14. জাতীয়
  15. ঢাকা বিভাগ

মুন্সীগঞ্জে ইদ্রাকপুর কেল্লায় ইত্যাদির শ্যুটিং শুক্রবার

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
জুলাই ১২, ২০২৩ ১১:৩৪ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: আগামী শুক্রবার (১৪ জুলাই) মুন্সীগঞ্জ শহরের মধ্য কোর্টগাঁও এলাকায় অবস্থিত ঐতিহাসিক স্থাপনা ইদ্রাকপুর কেল্লায় জনপ্রিয় শিক্ষা, তথ্য ও গবেষণামূলক ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির মুন্সীগঞ্জ পর্বের চিত্রধারণ করা হবে।

 

ইত্যাদি কর্তৃপক্ষ ও মুন্সীগঞ্জ জেলা প্রশাসন সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।তবে, অনুষ্ঠানটি সকলের জন্য উন্মুক্ত নয়। শুধুমাত্র নির্দিষ্ট আমন্ত্রণপত্র যারা পেয়েছেন তারাই এতে অংশ নিতে পারবেন।

 

এছাড়া আমন্ত্রণপত্র যারা পেয়েছেন তাদেরও কিছু শর্ত মেনে এই অনুষ্ঠানে অংশ নিতে হবে।

শর্তগুলো হলো- একটি আমন্ত্রণপত্র একজনের জন্যই প্রযোজ্য হবে। ১৪ বছরের কমবয়সী কেউ এই অনুষ্ঠানে অংশ নিতে পারবে না। অনুষ্ঠানস্থলে যে কোন ব্যাগ, ক্যামেরা এবং খাদ্যদ্রব্য নিয়ে প্রবেশ করা যাবে না। সাথে মোবাইল রাখা যাবে। তবে, মোবাইল বন্ধ বা সাইলেন্ট রাখতে হবে এবং মোবাইল বের করে কোন ভিডিও ধারণ বা ছবি তোলা যাবে না। চিত্রধারণ শুরু হবে সন্ধ্যা ৭টায়। নির্ধারিত সময়ের পূর্বেই আমন্ত্রিতদের প্রবেশ করতে হবে। অনুষ্ঠানস্থলে জেলা প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা রাখা হবে বলেও জানা গেছে।

 

 

 

সর্বশেষ - মুন্সীগঞ্জ