স্টাফ রিপোর্টারঃ
মুন্সীগঞ্জ সদর উপজেলার চরকেওয়ারে পূর্ব বিরোধের জের ধরে হামলায় আমির হোসেন (৪২) নামের একজন আহত হয়েছেন। শুক্রবার বিকেলে ইউনিয়নের বাঘাইকান্দি মাছ বাজার সংলগ্ন পাকা রাস্তার উপর এ হামলার ঘটনা ঘটে।
হামলায় আহত ভোক্তভোগী বিএনপি নেতা আমির হোসেন অভিযোগ করে বলেন, মটরসাইকেলে করে এসে সোহেল খলিফাহর আওয়ামী লীগের ১০/১২ সন্ত্রাসী আমার উপর অতর্কিত হামলা চালায়। হামলায় আমার মাথায় আঘাতের ফলে গুরুতর কাটা যখম হয়। এসময় বাঘাইকান্দি এলাকার স্থানীয় বিএনপি নেতাদের সামনে এই হামলার ঘটনা ঘটায়। ভোক্তভোগী মোঃ আমির হোসেন (৪২) সদর উপজেলার বাঘাইকান্দি এলাকার মৃত জুলমত সরকারের ছেলে।
সংবাদ পেয়ে মুন্সীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান আমির হোসেন। পুলিশ জানায়, এ বিষয়ে তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।#