শাহনাজ বেগম:
মুন্সীগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ফরিদা আহমেদ রনি’র ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বাদ আসর মুন্সীগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে কোর্টগাঁওস্থ বাসভবনে এই স্মরণ সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। ফরিদা আহমেদ রুনি ছিলেন একজন নিবেদিতপ্রাণ নেত্রী। মুন্সীগঞ্জে মহিলা আওয়ামী লীগকে সংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ফরিদা আহমেদ রুনি।
স্মরণ সভা ও মিলাদ মাহফিলে অংশ নিয়ে ফরিদা আহমেদ রুনি’র জীবনের নানা দিক আলোচনা করেন মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সোহানা তাহমিনা, অ্যাডভোকেট নাসিমা আক্তার, সাঁঝতারা আক্তার, আছিয়া বেগম, হামিদা খাতুনসহ আরো অনেকে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি তহুরা জামান। সঞ্চালনা করেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এড. শামসুননাহার শিল্পী। স্মরণ সভায় ফরিদা আহম্মদ রুনি’র বর্ণাঢ্যময় রাজনৈতিক জীবন নিয়ে আলোচনা করতে গিয়ে সকলে আবেগে আপ্লুত হয়ে পড়েন। মিলাদ শেষে উপস্থিত সকলের মাঝে তোবারক বিতরণ করা হয়।