স্টাফ রিপোর্টার: পঞ্চসারের ডিঙ্গাভাঙ্গা মাদবরবাড়ি এলাকায় মূলসড়কের গেট দিয়ে চলাচল করায় সোনিয়া (২৯) নামে এক নারীকে পিটিয়ে জখম করার ঘটনা ঘটেছে। শুক্রবার বিকাল সাড়ে ৩ টায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, মূল রাস্তা দিয়ে বাড়িতে আসা যাওয়ার পথে গেট তৈরি করেছেন স্থানীয় নুর ইসলামের পুত্র আসলাম। এ পথে অনেকেই তাদের বাড়িতে যাতায়াত করেন। কিন্তু বাড়িতে প্রয়োজনীয় জিনিষাদি আনতে হলে গেইট দিয়ে মিশুক যাতায়াতে গেইট খুলতে বাধা দেন আসলাম গংরা।
শুক্রবার বিকালে আলেনুর ও সোনিয়া গেইট খুলে মিসুক আনলে তাকে আসলাম,সাব্বির ও রোকসানা বাধা দেয়। প্রতিবাদ করলে সোনিয়াকে মারধরে করে মাথা ফাটিয়ে দেয়। পরে তাকে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।এতে তার মাথায় ৮ টি সেলাই করা হয়েছে।
এ ঘটনায় আলেনুর বেগম মুন্সীগঞ্জ সদর থানায় অভিযুক্তদের নামে লিখিত অভিযোগ দিয়েছেন। মুন্সীগঞ্জ সদর থানা পুলিশ জানিয়েছে, এই ঘটনায় অভিযোগ হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।