স্টাফ রিপোর্টার: মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় বিশ্ব হাত ধোঁয়া দিবস ( ২০২৩) ও আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা হয়েছে।
বিশ্ব হাত ধোঁয়া দিবস ও গত ১৩ অক্টোবর আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে রবিবার সকালে উপজেলা পরিষদের সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার (ভার্ক) এর উদ্যোগে উপজেলা সহকারী কমিশনার ভীমি জিএম রাশেদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা দুর্যোগ ব্যবস্থাপন কর্মকর্তা তাইজুল ইসলাম, উপজলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশল, তথ্য আপা, সহকারী প্রোগ্রামার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সহ উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী গণ।
সভ্যতার আলো/ এমএজে