নিজস্ব প্রতিনিধি: ডাচ বাংলা ব্যাংকের টঙ্গীবাড়ি উপজেলার বাঘিয়া বাজার এজেন্ট আউটলেটে মতবিনিময় সভা ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । সোমবার যশলং ইউনিয়নের বাঘিয়া বাজারে অবস্থিত আউটলেটে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু করেন। শুভেচ্ছা বক্তব্য পাঠ করেন ডাচ বাংলা আউটলেট তানজিলা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী নুরুল আমিন টুটু ।
এতে দুলাল হালদারের পরিচালনায় এবং যশলং ইউনিয়নের চেয়ারম্যান ইসমাইল হোসেন বাবুর সভাপতিত্বে এবং তানজিলা এন্টারপ্রাইজের আয়োজনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডাচ-বাংলা ব্যাংকের রিজিওনাল ম্যানেজার দেওয়ান তৌহিদুল ইসলাম ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডাচ বাংল ব্যাংক টঙ্গীবাড়ি উপশাখার ম্যানেজার জাহাঙ্গীর আলম, টঙ্গী বাড়ির ফাস্ট ট্রাক অফিসার শফিউল হক, যশলং ইউনিয়নের পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান সিরাজুল ইসলাম শেখ,যশলং ইউনিয়নের পরিষদের সদস্য আমির হোসেন হাওলাদার, বিশিষ্ট ব্যবসায়ী কাজল হালদার, সিনিয়ার এরিয়া ম্যানেজার রমিজ উদ্দিন, এরিয়া ম্যানেজার বেলায়ত হোসেন , মুন্সীগঞ্জ সদর উপজেলার ডাচ বাংলা ব্যাংকের মাস্টার এজেন্ট বসির আহমেদ, যশলং ইউনিয়নের মহিলা সদস্য পাপিয়া আক্তার,যশলং ইউনিয়নের মহিলা সদস্য আয়েশা আক্তার , হিরণ ভোকাল , রতন বেপারী, মামুনুর রশিদ, আফজাল চোকদার, শামীম হাসান, মমিন মৃধা, আব্দুল মজিদ চোকদার, সালমা বেগম,মীম আক্তার, আওলাদ খা, জাকির হোসেন, আলী আকবর , ধলেশ্বর কোনটা আমির হোসেন , নজরুল ইসলাম সহ এলাকার বিশিষ্ট ব্যাক্তিবর্গ। অনুষ্ঠান শেষে সর্বোচ্চ লেনদেন কারি গ্রাহকদেরকে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত পরিচালনা করেন কারী মোহম্মদ ফরিদ হাসান।