মাহবুব আলম জয়: মুন্সীগঞ্জে চার দিন ব্যাপি জাতীয় নাট্য উৎসব শুরু হয়েছে। গত শুক্রবার চারদিন ব্যাপি জাতীয় নাট্য উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুন্সীগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মোফাজ্জল হোসেন।
অবয়ব সাংস্কৃতিক কেন্দ্র আয়োজিত জাতীয় নাট্যোৎসবের দ্বিতীয় দিন শনিবার সন্ধ্যা ৬ টায় মুন্সীগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে মঞ্চস্থ হয়েছে নাটক অচলায়তনের অপ্সরী। নাটকটি পরিবেশনা করেছেন বাংলাদেশ পুলিশ থিয়েটার ঢাকা।