স্টাফ রিপোর্টার : জাতীয় রাজস্ব বোর্ড ঘোষিত জেলা ভিত্তিক শ্রেষ্ঠ করদাতা ক্যাটাগরিতে ২০২২-২৩ অর্থ বছরে মুন্সীগঞ্জ জেলার সেরা করদাতা হয়েছেন এস সরকার এন্টার প্রাইজ স্বত্ত্বাধিকারী মাহবুব হোসেন রন্টু সিআইপি। মঙ্গলবার দুপুর ১২ টায় নারায়ণগঞ্জ চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রিজের সম্মেলন কক্ষে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, নারায়ণগঞ্জ জেলা ও মুন্সীগঞ্জ জেলার শীর্ষ করদাতাদের সম্মনানা ও সনদপত্র প্রদান করা হয়। এসময় মুন্সীগঞ্জ জেলায় আরো ৬জন আয়কর প্রদানকারী মহিলা ও তরুণ সেরা করদাতা ক্যাটাগরিতে ক্রেস্ট ও সার্টিফিকেট পান। তারা হলেন সুভাষ চন্দ্র সাহা, দেবব্রত দাস,রিটা রহমান, শাহাদাত ইসলাম সিয়াম,মো.আয়নাল হক স্বপন,মো. আল-আমিন।এতে অঞ্চল-নারায়ণগঞ্জের কর কমিশনার মিজ শারমিন ফেরদৌসীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ড ও কর আপীলাত ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট নাজমুল করিম। এতে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ সভাপতি মোরশেদ সারোয়ার সোহেল সহ অন্যরা।
মাহবুব হোসেন রন্টুর বাড়ি সিরাজদিখান উপজেলার লতব্দী ইউনিয়নের লতব্দী গ্রামে। লতব্দী ইউনিয়নের মরহুম সুকুর চেয়ারম্যানের ছেলে।মুন্সীগঞ্জ জেলার সেরা করদাতা মাহবুব হোসেন রন্টু বলেন, ছয় বার সর্বোচ্চ আয়কর প্রদানকারী হিসেবে মুন্সীগঞ্জ জেলা পুরস্কার অর্জন করি। আগামীতেও এই ধারা অব্যহত থাকবে বলে আশা করছি। এ স্বীকৃতি বা পুরস্কার আমাকে সামনে এগিয়ে যেতে অনুপ্রেরণা জোগাবে।