স্টাফ রিপোর্টার।মুন্সীগঞ্জের সিরাজদিখানে ডাঃ বি চৌধুরী মেডিক্যাল ক্যাম্প ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডাক্তার বি চৌধুরীর সুযোগ্য কন্যা অধ্যাপক ডাক্তার শায়লা বি চৌধুরীর তত্ত্বাবধানে দিন ব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। শনিবার ২৩ ডিসেম্বর বাসাইল ইউনিয়নের চরগলগলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী বিশেষজ্ঞ ডাক্তারদের ৫ ধরনের চিকিৎসা সেবায় প্রায় কয়েক হাজার লোকের ঔষধসহ ফ্রি চিকিৎসা দেওয়া হয়।রোগীদের সেবা প্রধান করেন,মেডিসিন বিভাগের ডাক্তার শায়লা বি চৌধুরী ডাক্তার তৌফিক আজিজ,প্রফেসর আব্দুল কাদির।শিশু বিশেষজ্ঞ প্রফেসর সুশান্ত কুমার ঘোষ,ডাক্তার এনামুল হক,চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার ফারজানা আফরোজ,ডাঃ রোকসানা খান,গাইনোকোলজি বিভাগ থেকে রোগী দেখেন ডাক্তার কাকলি সাহা,ডাক্তার শিল্পী সাহা।
হাজী মাসুদ ইসহাক পারভেজ ও মোঃ কবির হোসেন মেম্বারের সার্বিক সহযোগিতায় এ সময় উপস্থিত ছিলেন,বিকল্প যুবধারা কেন্দ্রীয় কমিটর সভাপতি আসাদুজ্জামান বাচ্চু,সিরাজদীখান থানা বিকল্পধারার যুগ্ন আহবাযক ইলিয়াস হোসেন শাওনসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক চিকিৎসা সেবা প্রত্যাশি লোকজন।