স্টাফ রিপোর্টার:মুন্সীগঞ্জ সদরের রামপাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসব হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯ টায় উৎসবে নতুন বই পেয়ে খুশি হন কোমলমতি শিক্ষার্থীরা।এতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: হুমায়ুন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপাল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো: আলী আজগর বেপারী। এতে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য মো: ইসলাম হাওলাদার ও জামান হাওলাদার প্রমুখ ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন. রামপাল সরকারী প্রাথমিক বিদ্যালয় এ্যালামনাই এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাহবুব আলম জয়।