টাঙ্গাইলের নাগরপুরে পা বাধাঁ ও গলায় রশি ঝুলানো অবস্থায় ইউসুফ মিয়া দুলাল (৫০) নামের এক জুতা দোকানীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকালে উপজেলার পংবাইজোড়া বাজার সংলগ্ন শ্যালো মেশিন ঘরের পাশে লাশটি পাওয়া যায়। নিহত ব্যক্তি মামুদনগর ইউনিয়নের ভাতশালা গ্রামের মৃত ইদ্রিস মিয়ার ছেলে।
জানা যায়, বৃহস্পতিবার দুপুরে বাড়ী থেকে বের হন ইউসুফ। সারাদিন পংবাইজোড়া বাজারে তার নিজ দোকানে বেচাকেনা করেন। বিকেল পর্যন্ত দোকানে দেখা যায় তাকে।
শুক্রবার সকালে ঘটনাস্থলে লাশ দেখতে পান স্থানীয়রা। খুটির সাথে গলায় রশি দিয়ে ঝুলন্ত ও পা বাধা অবস্থায় তাকে দেখতে পায়। পরে থানায় সংবাদ দিলে পুলিশ লাশটি উদ্ধার করে।
নিহতের ছোট ভাই নূরুজ্জামান জানান, বৃহস্পতিবার রাতে বাড়ি ফিরে নি। শুক্রবার সকালে ভাইয়ের মূত্যু খবর শুনে ঘটনাস্থলে এস লাশ শনাক্ত করি। এটি একটি নির্মম হত্যাকান্ড। আমার ভাই হত্যার বিচার চাই।
নাগরপুর থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, লাশের পা বাধা থাকায় অবস্থা দেখে প্রাথমিকভাবে মনে করছি এটি হত্যা। লাশের ময়নাতদন্ত রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।